কাউখালীতে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের সময় মওকুফকৃত টাকা প্রবেশ পত্র নেওয়ার সময় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে দাবি করলে কাউখালী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদকে অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন পরীক্ষার্থীরা।
জানা গেছে, ২০২৫ সালে এ কলেজ থেকে ২২৫ জন শিক্ষার্থী আগামী ২৬জুন অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। গতকাল রবিবার ২২শে জুন শিক্ষার্থীরা প্রবেশপত্র নিতে কলেজে গেলে কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র সংগ্রহের আগে বকেয়া টাকা পরিশোধ করার জন্য পরীক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করেন। যার ফলে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্র ফি ছাড়াও এক থেকে দেড় হাজার টাকা বকেয়া হিসেবে দাবি করা হয়। যার ফলে কলেজ কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে সব ছাত্র-ছাত্রী ঐক্যবদ্ধ হয়ে পরীক্ষার কেন্দ্র ফি ছাড়া অন্য সব বকেয়া টাকা মওকুফ করার দাবি জানান। একপর্যায় পরীক্ষার্থীরা অধ্যক্ষের রুমের সামনে আন্দোলন শুরু করেন। কয়েকজন পরীক্ষার্থী জানান আমাদের ভর্তির সময় ভর্তি ফিসহ অন্যান্য টাকা জমা দিয়ে ভর্তি হয়েছি। ফরম ফিলাপের সময় ২৮০০ টাকা সেশন চার্জ, কলেজের মাসিক বেতনসহ অন্যান্য ফি বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছে সাড়ে চার হাজার টাকার উপরে দাবি করা হয়। এ সময় তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বাবু কিছু টাকা মওকুফ করে গরীব মেধাবী শিক্ষার্থীরা শুধুমাত্র বোর্ড ফি ও আনুসঙ্গিক কিছু খরচসহ ৩ হাজার থেকে তিন হাজার ৫শ’ টাকার মধ্যে ফরম ফিলাপ করার সুযোগ পায়। পরীক্ষার্থী সাদিয়া, সাবিনা, আলিফা কবিরসহ অনেক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন বর্তমান অধ্যক্ষ আব্দুল মজিদ কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেয় সরকারি নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীরা প্রবেশ পত্র নেয়ার সময় বকেয়া সব টাকা সেশন চার্জসহ আনুষঙ্গিক সমুদয় অর্থ প্রদান করে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। এ নিয়ে শিক্ষার্থীদের ও অধ্যক্ষের সঙ্গে বিরোধ তৈরি হয়। বিষয়টি তখন ছাত্র সংগঠনের নেতারা হস্তক্ষেপ করলে অধ্যক্ষ তাদের ও শিক্ষকদের নিয়ে যৌথ সভার আয়োজন করে। অবশেষে সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের নিকট থেকে কেন্দ্র ফি ছাড়া অন্য কোনো টাকা না নিয়েই প্রবেশ পত্র প্রদান করা হবে। উল্লেখ্য এ বছরের ফরম ফিলাপের বোর্ড ফি ২২২৫ টাকা, কেন্দ্র ফি ৪০০ টাকা করে পরীক্ষার্থীরা পরিশোধ করেছেন। আন্দোলনের মুখে বর্তমান অধ্যক্ষ তার সিদ্ধান্ত থেকে সরে আসলে পরীক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। এ ব্যাপারে কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মজিদ জানান, কেন্দ্র ফি নিয়ে পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ করা হবে।