কুড়িগ্রামের রৌমারী উপজেলায়, বিষধর সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল গ্রামে এই ঘটনা ঘটে। ফিরোজা খাতুন ওই এলাকার ফেরদৌস আলীর স্ত্রী ও চার মেয়ে সন্তানের জননী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জনে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়েছিলেন ফিরোজা। এ সময় অন্ধকারে একটি বিষধর সাপ এসে তার পায়ে কামড় দেয়। ঘটনার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরমান আলী বলেন, ‘সাপে কাটা অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও ফিরোজা খাতুনকে বাঁচানো সম্ভব হয়নি। এই অঞ্চলে বর্ষাকালে প্রায়ই সাপের উপদ্রব বেড়ে গেলেও এই অঞ্চলে চিকিৎসা ও এর প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত সীমিত। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সাপে কাটা রোগীর জন্য দ্রুতগতির চিকিৎসা, বিশেষত অ্যান্টিভেনম ইনজেকশন অত্যন্ত জরুরি।