ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সোনাগাজীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

সোনাগাজীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সোনাগাজী উপজেলায় ১৬ জন নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস। এ কার্যক্রম পরিচালিত হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়। গত শনিবার উপজেলা মৎস্য অফিস কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি জেলের হাতে একটি করে বকনা বাছুর তুলে দেওয়া হয়। এতে করে উপকারভোগী জেলেরা মাছ ধরা ছাড়াও গবাদিপশু পালন করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসারের কার্যালয়ের হিসাবরক্ষক মোশারফ হোসেন, এসডিএফ প্রকল্পের ক্লাস্টার অফিসার সুলতানা আক্তার। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন, সরকার প্রান্তিক জেলেদের কথা বিবেচনায় রেখে ইলিশ আহরণ মৌসুমে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। গবাদিপশু পালন ও অন্যান্য আয়মূলক কর্মকাণ্ডে সহায়তা দিয়ে জেলেদের স্বনির্ভর করতে চায় সরকার। এই উদ্যোগ তারই একটি বাস্তব উদাহরণ। উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন- জেলেদের জীবনমান উন্নয়নে আমরা নিয়মিত নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি। বকনা বাছুর বিতরণ কর্মসূচি সেই পরিকল্পনারই একটি অংশ। জেলেরা যাতে মাছ ধরার পাশাপাশি পশু পালন করে বাড়তি আয় করতে পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে আরও একটি সহায়ক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ২০২৪ সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জন মৎস্য চাষীর মাঝে রাজস্ব বাজেটের আওতায় ২৫ কেজি করে মাছের খাদ্য বিনামূল্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত