শেরপুরের নকলা উপজেলার বাড়ইকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. শাকিল মিয়াকে রাম দা দিয়ে কুপিয়ে পা কেটে ফেলে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল রোববার বাড়ইকান্দি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নকলা শহরে এসে পুরাতন সিনেমা হল চত্বরে ঢাকা-শেরপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে আহত শাকিলের বাবা আমির হোসেন, মা ভানু বেগম, তার ফুপু ময়না বেগম, বড় বোন কোকিলা বেগমসহ শাকিলের বন্ধু-বান্ধব, তার সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে অনেকে বক্তব্য রাখেন। এ সময় ঢাকা-শেরপুর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয় * আলোকিত বাংলাদেশ