ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মধুখালীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ

মধুখালীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান, মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যা, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাসহ আরও অনেকে। বক্তারা তামাকের ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। বক্তারা আরও বলেন ‘তামাক শুধু একজন ব্যক্তির নয়, পুরো পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ, তামাক ব্যবহারে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসতন্ত্রের জটিলতাসহ বহু রোগের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়, তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে, ধূমপান নয়, সুস্থ জীবন হোক আমাদের প্রতিজ্ঞা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত