ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির ৮৮ হাজার ৫০০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহ্নত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল বেলা ১১ টার দিকে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এক প্রেস বিফ্রিং করে স্থানীয় সংবাদ কর্মীদের এ তথ্য জানান। তিনি জানান, গত রোববার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে খবর পেয়ে ত্রিশাল থানার এস আই শেখ গোলাম মোস্তফা রুবেল, এস আই নাহিদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার কোনাবাড়ী সামালের মোড় নামকস্থানে নওশের আলীর হাফ বিল্ডিং ঘরের ভিতর হতে ফেরদৌসি ও বকুল মিয়া কে ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ৮৮ হাজার ৫০০ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।