ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরের তিন শিক্ষার্থীর স্বপ্ন পূরণে জেলা প্রশাসকের সহায়তা

চাঁদপুরের তিন শিক্ষার্থীর স্বপ্ন পূরণে জেলা প্রশাসকের সহায়তা

চাঁদপুরের তিন শিক্ষার্থীর স্বপ্ন পূরণে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন আর্থিক সহায়তা প্রদান করেছেন। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক চাঁদপুরের ৩ শিক্ষার্থীদের মাঝে (ভর্তি হওয়ার জন্যে) আর্থিক সহায়তা হিসেবে নগদ ৬৫ হাজার টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক। এ সময় শিক্ষার্থী সুমাইয়া আফরোজ ও সিনহা আক্তারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার এবং রাশেদুল ইসলামকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ৩ জনকে ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।

শিক্ষার্থী সুমাইয়া আফরোজ বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেছি। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকয় আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনেক কষ্টের হয়ে পরেছে। শিক্ষার্থী সুমাইয়া আরও বলেন, এ আর্থিক সহায়তা আমার স্বপ্ন পূরণের অনেক বেশি কাজ করবে। শিক্ষার্থী সিনহা আক্তার বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় ঠিকেছি। কিন্তু আমার পরিবারের অবস্থা তেমন একটা ভালো নাই। বিশেষ করে আমার বাবা না থাকার কারণে আমার পড়াশোনা চালানো খুবই কষ্টকর হয়ে গেছে। সেজন্যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে ভর্তি হতে অনুদানের আবেদন করি। এ অনুদান পেয়ে আমি অত্যন্ত খুশি কারণ আমার স্বপ্ন পূরণে এ অনুদান অনেক বেশি কাজে লাগবে।

শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ব্যবসায় শিক্ষা বিভাগে অংশগ্রহণ করে মেধাতালিকায় নাম আসে। কিন্তু পারিবারিক অবস্থা খারাপ থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আমার কষ্টকর হয়ে পরেছে। সেক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের এ আর্থিক সহায়তা আমার অনেক উপকারে আসবে। জেলা প্রশাসক বলেন, আমার জেলার মেধাবী সন্তানরা বা শিক্ষার্থীরা টাকার অভাবে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, আমি জেনে তা হতে দিতে পারি না। আমার কাছে এ তিনজন শিক্ষার্থীরা এসে আবেদন করেছিলো, সে আবেদনের পরিপ্রেক্ষিতে আমি তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্যে এ সহায়তা প্রদান করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত