ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি

অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি

জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এতে চার পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের বাউসী চন্দনপুর (মানিকের মোড় সংলগ্ন) এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, সকাল ১০টার দিকে হটাৎ বাউসী চন্দনপুর খোরশেদ মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মিনিটেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পর্যায়ক্রমে আরও ৩টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে খোরশেদ মিয়ার বসতঘরসহ মফিজ উদ্দিন, আব্দুল হাকিম এবং সুরুজ মিয়ার ঘরসহ চারজনের বসতঘর আগুনে পুড়ে যায়। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে তাদের বসতঘরের সব জিনিসপত্র টিভি, ফ্রিজ, সোনার জুয়েলারি, চিকিৎসার জন্য রাখা নগদ কয়েক লাক টাকা ও ১৫০ মণ ধান চাল পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় কেও আহত হয়নি। ভুক্তভোগী মফিজ উদ্দিন, নাছিমা বেগম, হাকিম ও সুরুজ মিয়া জানান, ‘আমরা যে যার মত করে কাজ করছিলাম। হটাৎ দেখি খোরশেদের ঘরে থেকে ধোয়া বের হচ্ছে। কয়েক মিনিটেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের আরও চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে যায়। আমাদের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। আমরা এখন একেবারে নিঃস্ব হয়ে গেছি। এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত