ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সোনাগাজীতে কৃষক কংগ্রেস

সোনাগাজীতে কৃষক কংগ্রেস

ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ। কংগ্রেসে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মোস্তফা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. হিজবুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত