ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দৌলতপুরে সাংবাদিকের ওপর হামলা

দৌলতপুরে সাংবাদিকের ওপর হামলা

কুষ্টিয়ার দৌলতপুরে সংবাদ প্রকাশের জের ধরে মিজানুর রহমান রিপন নামে স্থানীয় এক সাংবাদিককে বেধড়ক মারপিট ও লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় দৌলতপুর উপজেলা পরিষদ বাজারে হামলার এ ঘটনা ঘটে।

হামলার শিকার দৌলতপুর প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান রিপন ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও একটি অনলাইন নিউজ পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ফিলিপনগর পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। সে ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আজাহার আলীর ছেলে। প্রকাশ্য হামলার ঘটনায় আহত মিজানুর রহমান রিপন গত রোববার রাতে হামলাকারী খালিদ হাসান আর্জুর বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত এজাহার দিয়েছেন। একইসঙ্গে অভিযোগ করা হয়েছে দৌলতপুর সেনা ক্যাম্পেও।

হামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ জুন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় অবস্থিত তারাগুনিয়া ক্লিনিকে সিজার করার সময় আখি খাতুন (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়। প্রসূতির মৃত্যুর খবর বিভিন্ন সংবাদপত্রে ও গণমাধ্যমে প্রকাশ হয়।

সংবাদ প্রকাশের জের ধরে দৌলতপুর উপজেলা বাজারের পাশে গড়ে উঠা অনুমোদহীন অবৈধ ক্লিনিকের ‘বেবি নার্সিং হোম’ মালিক আহসানুল হক কালুর ছোট ছেলে খালিদ হাসান আর্জু উপজেলা বাজারে প্রকাশ্য জনসম্মুখে সাংবাদিক মিজানুর রহমান রিপনের উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট ও লাঞ্ছিত করে।

দৌলতপুর থানার ওমি নাজমুল হুদা বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত