গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে প্রার্থী বাছাইয়ে মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতক সংগঠনের ত্রিশাল শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহর সভাপতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের ময়মনসিংহ দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডিএস ইলিয়াস আহমেদ আমিনী, এাসিস্ট্যান্ট সেক্রেটারি আরিফুল ইসলাম, ময়মনসিংহ ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মনিরুজ্জামান, ত্রিশাল উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মাহফুজুর রহমান প্রমুখ।