রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় মো. আসজাদ হোসেন আরজু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। গত সোমবার রাজবাড়ী সদর উপজেলার বরাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর ব্যানারে চলমান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এ সময় আন্দোলনে অংশ নেওয়া জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন। ঘটনার পর ২ সেপ্টেম্বর খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মো. জিসান হোসাইন খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার আসামিকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।