ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সুনামগঞ্জে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ে কর্মশালা

সুনামগঞ্জে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ে কর্মশালা

সুনামঞ্জে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সঙ্গে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের মিলনায়তে দিনব্যাপী এ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি বিপণন অধিদপ্তরের সিলেট বিভাগের উপ-পরিচালক হেলাল উদ্দিনের সভাপতিত্বে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন অগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ডিএএম পার্ট প্রকল্পের ডিএলআই-০৭ এর আওতায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের রুটিন দায়িত্বে থাকা জেলা প্রশাসক (এডিএম) মোহাম্মদ রেজাউল করিম।

সুনামগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা আসিফুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, এক্সপোর্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট কনসালটেন্ট ড. মো. মাহবুব আলম, সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জাফর ইকবাল চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত