মাগুরার শ্রীপুরে ‘উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’র উদ্যোগে এবং জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে গোয়ালপাড়া জোড়া ব্রিজ থেকে কালিনগর বাজার সড়কের দুই ধারে খেজুর ও হরহড় গাছের বীজ বপণ করা হয়। শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব ও বৈচিত্র্য সংরক্ষণ কমিটির মাগুরা জেলা শাখার সভাপতি মো. সাইফুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির, উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা কাজী আপ্তাব হোসেন।