হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশা যাত্রী মন্টু সরকারের (৪৪) মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার আগরপুর গ্রামের মৃত নজরুল ইসলাম সরকারের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সকালে দ্রুতগামী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশা যাত্রী মন্টু সরকার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকালে তিনি মারা যান।