যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন চরাঞ্চলে গবাদিপশুর ক্ষুরা রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার দক্ষিণ খাষকাউলিয়া গ্রামের এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহআলম।
তিনি বলেন, ফুট অ্যান্ড মাউথ ডিজেজ (এফএমডি) বা ক্ষুরা রোগ গবাদি পশুর জন্য একটি মারাত্মক ব্যাধি। এ ব্যাধিকে প্রতিরোধ করতে প্রতিটা গরুকে ভ্যাকসিন দেওয়া জরুরি। এ ভ্যাকসিন প্রদানের মাধ্যমে গবাদি পশুর ক্ষুরা রোগ প্রতিরোধ করা সম্ভব। এ ভাইরাসের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এয়াড়া ওই উপজেলার চর ও দূর্গম অঞ্চলের ৭টি ইউনিয়নে প্রায় ৬০ হাজার গরুকে টিকা প্রদান করা হবে। এতে শতভাগ গবাদি পশু এ টিকার আওতায় আসবে।
উদ্বোধনী দিনেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক গবাদি পশুকে ক্ষুরা রোগের টিকা প্রদান করা হয়েছে এবং ২৭ জুন থেকে টিকা প্রদান কার্যক্রম পুরোদমে শুরু করা হবে। এ সময় উপজেলা প্রাণি সম্প্রসারণ অফিসার ডা. জান্নাতি, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সুমন খান, মিজানুর রহমান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।