ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ত্রিশাল পৌরসভার বাজেট ঘোষণা

ত্রিশাল পৌরসভার বাজেট ঘোষণা

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩২ কোটি ৮৫ লাখ ১ হাজার ৯৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ত্রিশাল পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করে ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌরভার প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারি। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৩৫ লাখ ১ হাজার ৯৬৮ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা।

পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ওসি মুনসুর আহাম্মদ, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম জিয়াউল বারী, ত্রিশাল উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত