ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ডিজিটাল নিরাপত্তার মামলায় কুষ্টিয়ার দুই সাংবাদিক খালাস

ডিজিটাল নিরাপত্তার মামলায় কুষ্টিয়ার দুই সাংবাদিক খালাস

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে কুষ্টিয়ার দুই সাংবাদিক বেকসুর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন- অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি নতুন টাইমসের সম্পাদক ও গ্লোবাল টেলিভিশন এর কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম এবং অন্যটি অনলাইন নিউজ পোর্টাল ভয়েজ অফ কুষ্টিয়ার সম্পাদক এবং স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল।

খুলনা বিভাগীয় সাইবার ট্রাইবুনালের প্রসিকিউটর এপিপি এসএম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌর এলাকার জুগিয়ার জনৈক সবুজকে নিয়ে অনলাইন দুটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় ২০২১ সালের ৬ জুন কুষ্টিয়া থেকে পরিচালিত দ্যা ডেইলি নতুন টাইমস অনলাইন পোর্টাল এবং ভয়েজ অফ কুষ্টিয়া এই দুই অনলাইন পোর্টালের দুই সম্পাদকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৫টি ধারায় মামলাটি করা হয়। প্রতিবেদনের মাধ্যমে সবুজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়। ২০২৪ সালে কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর দীর্ঘদিনের শুনানি শেষে গতকাল বুধবার খুলনা সাইবার ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক দুই সাংবাদিককে বেকসুর খালাস প্রদান করেন। মামলা থেকে খালাসের পর সাংবাদিক মুন্সী শাহীন ও সনি আজিম বলেন, আদালতের এই রায়ের মধ্য দিয়ে আমরা ন্যায়বিচার পেয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত