নোয়াখালীর বেগমগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২, ২০২৫-২৬ মৌসুমে উফশী জাতের আমন আবদ ও উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিস হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান খান এর সভাপতিত্বে অতিথি হিসেবে কর্মসূচি উদ্ভোধন করেন জেলা প্রশিক্ষণ অফিসার মুহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা উদ্ভিদ কর্মকতা আবরারুল হক, নোয়াখালী সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূঁইয়া। এই সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ শাহজাহান, উপ সহকারী কৃষি অফিসার বেলাল হোসেন প্রমুখ।