কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের একটি সমিতির পুকুর থেকে মোহাম্মদ লাদেন (১৭) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালেস্থানীয় লোকজন বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। পরে তারা লাশটি উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। লাদেন উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ এজাহারুল হকের ছেলে। চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাতে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর কিশোরের মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান তিনি।