দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গতকাল বুধবার ডেমোক্রেসি ওয়াচের আয়োজনে জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্প জিএসএ কনসাল্টিং গ্রুপ এর কারিগরি সহযোগিতায় কানাডিয়ান হাই কমিশন এবং সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী ডেমোক্রেসিওয়াচের (ফেসিং প্রকল্প) ফিরোজ নুরুন নবী যুগল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রওনাকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মোরশেদ আলী খান।