ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঘুমধুম সীমান্ত থেকে এক লাখ ইয়াবা উদ্ধার

ঘুমধুম সীমান্ত থেকে এক লাখ ইয়াবা উদ্ধার

মাদক চোরাচালান রোধে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। বান্দরবান নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে পরিত্যক্ত এক লাখ বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার ভোরে কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকা থেকে এ ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে। অভিযানের সময় মাদক বহনকারী চোরাকারবারিরা বিজিবি উপস্থিত টের পেয়ে ইয়াবা ট্যাবলেট রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। ৩৪ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যেরভিত্তিতে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যেরভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

অভিযানের সময় দেখা যায়, দুটি কাপড়ের ব্যাগ হাতে করে দুই জন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম খায়রুল আলম (পিএসসি) বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের প্রতিটি টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এবারের অভিযানে বড় একটি চালান আটক করা সম্ভব হয়েছে, যা জনসচেতনতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিজিবি’র নিয়মিত তৎপরতায় সীমান্তবর্তী এলাকাগুলোতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঘুমধুম সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বেড়েছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত