জুলাই ঘোষণা পত্র, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংহতি, প্রতিরোধ ও পুনর্গঠন উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল বুধবার বেলা ১১টায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তাড়াইল সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে মিলিত হয়। বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ জেলার সংগঠক ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ, যুগ্ম সমন্বয়কারী শেখ কাওসার হোসেন, এমএ মান্নান, আলমগীর হোসেন, শাফায়াত উল্লাহসহ জেলা ও উপজেলার নেতারা।