সিরাজগঞ্জের চৌহালীতে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, ওই কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাসুদ রানা, ওসি আব্দুল বারিক, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, অধ্যক্ষ আহসান হাবিব দুলাল, প. প. অফিসার গিয়াস উদ্দিন, পিআইও হেকমত আলী, আব্দুল মান্নান মৃধা, সোহেল রানা প্রমুখ।