ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

উত্তাল ঢেউয়ে দৌলতদিয়া পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

উত্তাল ঢেউয়ে দৌলতদিয়া পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

পদ্মা ও যমুনা নদীতে হঠাৎ করে প্রবল ঢেউয়ের সৃষ্টি হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের সহকারী ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম। তিনি বলেন, পদ্মা-যমুনায় হঠাৎ করে প্রচণ্ড ঢেউ শুরু হওয়ায় যাত্রীবাহী লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

নৌযান চালকরা জানান, প্রতি বর্ষা মৌসুমেই নদীতে ঢেউ হয়, তবে গতকালের ঢেউ ছিল অস্বাভাবিক মাত্রার। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকে বিকল্প হিসেবে হেঁটে গিয়ে ফেরিতে উঠে পাটুরিয়া ঘাটে পৌঁছেছেন। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত