কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে একটি বাড়িতে অস্ত্রের মুখে সব সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির মালিক এবং তিন ভাড়াটিয়া পরিবারের স্বর্ণালংকারসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন জানান, গত মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী এলাকার বিএডিসি কোল্ড স্টোর সংলগ্ন ইছাম উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত বাড়ির মালিক ইছাম উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।