পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ নেট জাল দিয়ে জাটকা, রেনুপোনা ধরা ও কেনাবেচার অপরাধে একজনকে আটক করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার চিরাপাড়া, সন্ধ্যা ও কচাঁ নদীতে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের সহায়তায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার সাপলেজা খালের মোহনায় কঁচা নদীতে নিষিদ্ধ দুটি নেট জাল ও জাল পাতার ড্রামসহ অন্যান্য উপকরণ জব্দ করেন তরা। অভিযানে মাছ কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অপরাধে চিড়াপাড়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মাছ ব্যবসায়ী চানমদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন মৎস্য কর্মকর্তা। এছাড়াও ৫০০ কেজি ঝটকা ও গুড়া মাছ উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন মৎস্য কর্মকর্তা। আদালত আটক চান মদ্দিনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ১০০০ টাকা জরিমানা আদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। পরের উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জব্দ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।