হাজীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে গতকাল বুধবার উপজেলা ই-সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে তামাক আইন বাস্তবায়ন এবং বিস্তারিত বিভিন্ন ডকুমেন্টারি উপস্থাপন ও প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তামাকের ক্ষতিকর দিক ও প্রতিরোধের উপায় উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান। প্রশিক্ষণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম বীন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।