ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে আধুনিক ও বিজ্ঞান সম্মত উপায়ে হাতে কলমে ছাদ বাগান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনীর উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্যাহ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ, কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান। উল্লেখ্য, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ২৫ জন কৃষক হাতে কলমে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।