মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শৈলকুপা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রবন্ধ উপস্থাপক ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল হেল মাসুম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাফিজ আল আসাদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদুর রহমান প্রমুখ।