ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

টাঙ্গাইলে ১৬০০ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

টাঙ্গাইলে ১৬০০ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

টাঙ্গাইলে ১৬২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। গতকাল বুধবার শহরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমলমতি শিশুদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এতে একযোগে ১২টি উপজেলায় ১৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫ হাজার গাছ রোপণ করা হয়। গাছগুলোর মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, জারুল এবং সোনালু। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সঞ্জয় কুমার মহন্ত এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন গনমাধ্যমকমীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত