টাঙ্গাইলে ১৬২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। গতকাল বুধবার শহরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমলমতি শিশুদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এতে একযোগে ১২টি উপজেলায় ১৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫ হাজার গাছ রোপণ করা হয়। গাছগুলোর মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, জারুল এবং সোনালু। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সঞ্জয় কুমার মহন্ত এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন গনমাধ্যমকমীরা।