কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে আমার গ্রাম আমার শহর পাইলট উন্নয়ন প্রকল্পের কাজ। উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে ১৪ কোটি ২২ লাখ ৭২৮ টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ গত জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ২৭ অক্টোবর ২০২৫ এ প্রকল্পের কাজ শেষ হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলজিইডির তত্ত্বাবধানে আমার গ্রাম আমার শহর পাইলট উন্নয়ন প্রকল্পের আওতায় পাথরডুবি প্রাইমারি স্কুল থেকে আকবর মাস্টারের বাড়ি পর্যন্ত সড়ক, ঢেবঢেবী বাজার থেকে ময়দান খনিবাড়ি পর্যন্ত সড়ক, পাথরডুবি গার্লস স্কুল থেকে উত্তর পাথরডুবি ভায়া চাঁদনী বাজার সড়ক ও ভুরুঙ্গামারী থেকে সাহেবগঞ্জ সড়ক উন্নয়ন সহ চারটি প্রকল্পের মোট ১০.০৬ কিমি সড়কের কাজ চলমান রয়েছে। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইএফটিই, ইটিসিএল, জেডইচডি, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম।
ঠিকাদারি প্রতিষ্ঠানে দায়িত্বরত প্রতিনিধি মির্জা রাইসুল ইসলাম ফিলিপস জানান, প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে যথাসময়ে এ প্রকল্পের কাজ শেষ হবে। এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, প্রকল্প গুলোতে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রকল্পের কাজ পরিদর্শন করছেন। আমিও নিয়মিত পরিদর্শন করছি। এখানে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রকল্প নির্মাণে শিডিউলভিত্তিতে কাজ করা হচ্ছে এবং প্রকল্প কাজে জোরদার তদারকি ও নজরদারি রয়েছে।