ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ

বললেন বিএনপি নেতা শাহজাহান
রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর জনগণ মনে করেছিল তাদের রাষ্ট্রের মালিকানা তারা ফিরে পেয়েছে। কিন্তু জনগণ তাদের এ আশাটাকে হৃদয়ে ধরে রাখতে পারেনি। আমাদের মধ্যে আজকে মতপার্থক্য তৈরি হয়েছে, যা কেউ বড় করে দেখছে কেউ ছোট করে দেখছেন। গত বুধবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীর মফিজ প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তবে আমি মনে করি এ মতপার্থক্য দূর করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব একটা কঠিন বিষয় না। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো আমাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আরও সুসংগঠিত করার জন্য এবং আধিপত্যবাদ থেকে দেশের জনগনকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তখনই এ রাষ্ট্র প্রকৃত পক্ষে জনগণের হবে। দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকায় আসাকে কেন্দ্র করে নোয়াখালীতে বিএনপি আয়োজিত পথসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আরও বলেন, আপনাদের আবেগ-ভালোবাসাপূর্ণ আজকের এ উপস্থিতির জন্য সদর-সুবর্ণচর উপজেলার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুখে দুখে তাদের পাশে থাকবেন বলে জানান। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান কখনও দেওয়া সম্ভব না। আমি প্রতিজ্ঞা করছি সারাজীবন আপনাদের পাশে থাকবো। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সভাপতি গোলাম হায়দার ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রহমান, আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. বিইউএম কামরুল ইসলাম, অ্যাড. আবদুর রহিম, অ্যাড. শাহাদাত হোসেন পিপি, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আমিরুল ইসলাম বুলবুল, গিয়াসউদ্দিন সেলিম, সাবেক শহর বিএনপির সভাপতি আবু নাছের, ভিপি জসিম উদ্দিন, হাজী ওমর ফারুক টপি, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজীম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত