দেবহাটায় বিএনপির সদস্য নবায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সখিপুরে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা যুগ্ম-আহ্বায়ক ও সাতক্ষীরা-৩ আসনের টিম লিডার আক্তারুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক তাসকিন আহমেদ তিশতি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, সার্চ কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য রিয়াজুল মোল্লা, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা ইবাদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল প্রমুখ।