ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শিবগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক

শিবগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। গত বুধবার উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাব্বির হোসেন উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের মানারুল ইসলামের ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া তিনি বলেন, গত বুধবার উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের একটি বাগানে আম কুড়াতে যায় ১০ বছরের এক শিশু। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করেন সাব্বির হোসেন। পরে বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এ সময় থানা পুলিশে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত