ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নড়াইলে বজ্রপাতে মাদ্রাসাছাত্র নিহত

নড়াইলে বজ্রপাতে মাদ্রাসাছাত্র নিহত

নড়াইল সদর উপজেলায় বজ্রপাতে জাবেদ বিশ্বাস মিঠুল (২২) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছে। এছাড়া পৃথক বজ্রপাতে নারীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। নিহত মিঠুল বিশ্বাস ওই গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় জুড়ালিয়া মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্র ছিলেন। মিঠুল ও তার বাবা আমিনুর তাদের বাড়ির পাশে জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে মিঠুল গুরুতর আহত হয় এবং তার বাবা আমিনুর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিঠুলকে মৃত ঘোষণা করেন। এ দিকে পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দু’জন নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- চাঁদপুর গ্রামের লাভলী বেগম (৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত