মিরসরাইয়ে নিজ বসতঘর থেকে ফয়েজ আহম্মদ (৮৫) নামে এক বৃদ্ধের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্ধ গেড়ামারা গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
পুলিশের ধারণা, গত বুধবার রাতে নিজ ঘরে হাত-পা বেঁধে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফয়েজ আহমেদ পাঁচ বিয়ে করেছেন।
ঘটনার দিন রাতে তিনি সবার ছোট স্ত্রী ফিরোজা আক্তারের বাড়িতে ছিলেন। ফিরোজা আক্তার এলাকায় ধাত্রীর কাজ করেন। গত বুধবার রাতেও তিনি ঘরে স্বামীকে একা রেখে বাচ্চা প্রসব করানোর কাজে গিয়েছিলেন।
কাজ শেষে ঘরে এসে তিনি স্বামীর হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ দেখতে পান।
পরে স্থানীয় লোকজন বিষয়টি জোরারগঞ্জ থানা-পুলিশকে জানালে সকালে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে। জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন- ভিকটিমের মাথায় ও মুখে কোপের চিহৃ রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।