লাইসেন্স নবায়ন না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই হাসপাতাল পরিচালনার দায়ে মানিকগঞ্জে দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা ও সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান উল হক। অভিযানে আল-মদিনা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।