ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সোনাগাজীতে সার-বীজ বিতরণ

সোনাগাজীতে সার-বীজ বিতরণ

সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনা বিতরণ কর্মসূচির আওতায় উপকার ভোগীদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ উদ্বোধন করা হয়। কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী মনির হোসেন খান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহেরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখসহ উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তাসহ উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত