যুবদল ফেনী জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গতকাল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেন ভিপি, যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন। এতে উল্লেখ করা হয়, ঘোষিত কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সব সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানানো হয়।
জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত জানান, দীর্ঘদিন পর ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ন করে ফেনী জেলা যুবদলের পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় নেতাকর্মীরা উজ্জীবিত ও আনন্দিত।
আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা করেন।