ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া (৭২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার ( সন্ধ্যায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া। মৃত্যুর সময় স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়ার জন্ম তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেন। ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১৩ সালের নভেম্বর মাস থেকে ২০২৫ সাল টানা ১২ বছর তিনি তালজাঙ্গা আরসিরায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষাক্ষেত্রে রেখে গেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত