বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকির চেষ্টায় ভারত থেকে আনা দুই কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ওষুধসহ বিভিন্ন পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দরের পণ্যগারের ২৬নং শেড থেকে চালানটি আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ৬০ কেজি ওষুধ, দুই বস্তায় ৯৬ হাজার পিস ব্লেড, শাড়ি কাপড় ৬০ পিস, ২২০০পিস মোবাইল ফোনের ডিসপ্লে ও ১ কেজি ওজনের সাদা রং এর গুড়া পাউডার। তবে পাউডারের প্রকৃতি সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি কাস্টমস। পরীক্ষাগারে টেস্ট করার পর এর সম্পর্কে জানা যাবে। পণ্য চালানটি আটককালীন সময়ে উপস্থিত ছিলেন- বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার মির্জা রাফেজা ও বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আজহারুল ইসলাম।
বেনাপোল কাস্টম সূত্রে জানা যায়, এই পণ্যগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স দলিলুর রহমান অ্যান্ড সন্স’ এবং সিএন্ডএফ এজেন্ট ‘সার্ভিস লাইন’ বেনাপোল, যশোর। আমদানিকারক প্রতিষ্ঠান ২৬ নম্বর বন্দরের শেড ইনচার্জ যোগসাজশে চুক্তি মোতাবেক শুল্ক ফাঁকির চেষ্টা করছিল এবং পণ্যগুলো ভারত থেকে আমদানি করেছিল। তবে পূর্ণ চালানটি কাস্টমস ও গোয়েন্দা সংস্থা আটক করতে সক্ষম হয়। বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মির্জা রাফেজা জানান, ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ পণ্য চালানটি আটক করা হয়েছে। কমিশনারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।