গতকাল শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া কানার ঘাট এলাকার শান্তির বাজার সংলগ্ন রনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রনির মা হাসিনা খাতুন, চাচা শহিদ মিয়া, বোন জামাই আরিফ মিয়া, এলাকাবাসি আবু হানিফ, ইসমাইল হোসেন, নাজমুল হক, কাজল মিয়া প্রমুখ। রনি ওই এলাকার আ. কাদেরের ছেলে।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে রনি নিখোঁজ হন এবং পরদিন সকালে তার লাশ পায় এলাকাসি। মানববন্ধনে এলাকার হাজার খানেক লোক অংশ গ্রহণ করে।