চাঁদপুর জেলা সাংস্কৃতিক চর্চাকেন্দ্র পরির্দশন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় তিনি চাঁদপুরের সব সাংস্কৃতিক সংগঠনের নেতাদের উদ্দেশ্য বলেন, সাংস্কৃতিক অঙ্গন এবং সাংস্কৃতিক কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে এই চর্চা কেন্দ্রকে সংস্কার করে আরও উন্নত করতে হবে। আমি বিশ্বাস করি, সংস্কৃতি চর্চার সঙ্গে যারা সম্পৃক্ত তারা উদার মনের অধিকারী। তারা কখনও খারাপ হতে পারে না। আমাদের সন্তানদের সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে। গত বৃহস্পতিবার রাতে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে চাঁদপুরের সব সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীদের এক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের নব নির্বাচিত আহ্বায়ক নাট্যাভিনেতা ও নির্দেশক সাংবাদিক শরীফ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী, নাট্যকার ও নির্দেশক লিটন ভূঁইয়া, কণ্ঠশিল্পী রূপালী চম্পক, সংগীত প্রশিক্ষক রফিক আহমেদ মিন্টু, সাংস্কৃতিক সংগঠক হাসান মাহমুদ, নাট্য সংগঠক শুকদেব রায়, চর্চা কেন্দ্রের সাবেক সভাপতি শহিদ পাটোয়ারী, তপন সরকার, নাট্যকার ও আবৃত্তিকার এম আর ইসলাম বাবু, চর্চা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন সিকদার, চর্চা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক পিএম বিল্লাল, কণ্ঠশিল্পী সুদীপ কর, অনীতা নন্দী, শ্রিপ্রা মজুমদার, নৃত্য প্রশিক্ষক অনিমা সেন চৌধুরী, সোমা দত্ত, সাংস্কৃতিক সংগঠক সুলতানা সেতু, কণ্ঠশিল্পী মৃণাল সরকার, স্বজন সাহা প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রশিদ বাহার, পৌর জাসাসের সভাপতি কণ্ঠশিল্পী শাওন পাটোয়ারী, সাধারণ সম্পাদক সিয়াম খান প্রমুখ।