ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতকাল শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে, ঢাকামুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকচালকসহ চারজন আহত হন।
দ্বিতীয়টি ঘটে কুচিয়ামোড়া রেলওভার ব্রিজের ওপর, যেখানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং তিনজন আহত হন। তৃতীয় দুর্ঘটনা ঘটে শ্রীনগর ফেরিঘাট এলাকায়, যেখানে একটি মাওয়ামুখী পিকআপ ভ্যান রাস্তার পাশে উল্টে যায়।