ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘ঢোলভাঙ্গা নদী শিগগিরই খনন করা হবে’

‘ঢোলভাঙ্গা নদী শিগগিরই খনন করা হবে’

অবশেষে বাঞ্ছারামপুরবাসীর দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে যাচ্ছে। উপজেলার ভেতর দিয়ে বহমান দখল-দূষণে ব্যবহার অযোগ্য ঢোলভাঙ্গা নদীর খনন কাজ শিগগিরই হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশ বাঞ্ছারামপুর শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সকালে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত তিনি ঢোলভাঙ্গা নদীর খনন কাজের তথ্য জানান। তিনি বলেন, পুকুর ভরাট করা দণ্ডিত অপরাধ। এটা করা যাবে না। নদী বা যত্রতত্র প্লাস্টিকের বোতল ফেলে রাখবেন না। তরী বাংলাদেশ এর সদস্য ও বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সদস্য মীর মোশাররফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাসির উদ্দীন, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জামিল খান, অ্যাড. রবিউল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তরী বাংলাদেশের সদস্য ও বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা নাসির আহম্মেদ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ খান, আলমগীর হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত