প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পৌরসভা চত্বরে নবনির্মিত নারী কর্নার এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নব নির্মিত নারী কর্নার এর ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার পৌর প্রশাসক রিয়াজ উদ্দিন। নারীদের জন্য সেবা প্রদান ও উদ্যোক্তা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত এই নারী কর্নার।
এ সময় উপস্থিত ছিলেন- প্রবৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী ইব্রাহিম সাঈদ খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবর রহমান, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান, পানি শাখার প্রধান তোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী ময়েজ উদ্দিন, প্রকৌশলী রিমেল, এলইডি অফিসার তাজমিনুর রহমান, ঠিকাদার নওশাদ আলম পাপ্পু ও সৈয়দ সায়েম হোসেনসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
দিনাজপুর পৌরসভা এবং সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নেও পৌরসভা ও সুইচ কন্ট্যাক্ট এর বাস্তবায়নে এবং প্রবৃদ্ধি, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় নির্মিত এই নারী কর্ণার।
সাম্প্রতিক দশকে দিনাজপুর পৌরসভা কৃষিনির্ভর এলাকা থেকে চাউলকল ভিত্তিক শিল্প নগরীতে রূপান্তরিত হয়েছে, যেখানে একটি সক্রিয় নারী উদ্যোক্তা শ্রেণি গড়ে উঠেছে। এই নারী উদ্যোক্তা শ্রেণি এবং পৌরসভায় প্রতিদিন সেবা নিতে আসা শতাধিক নারীর জন্য নেই পর্যাপ্ত বিশ্রামাগার, শিশু পরিচর্যা কক্ষ বা স্যানিটেশন সুবিধা।
এই চাহিদা পূরণে নির্মিত নারী কর্নার একটি একতলা ভবন, যাতে রয়েছে নারীদের বসার ব্যবস্থা, দুগ্ধদান কর্নার, দুটি পৃথক কক্ষ ও শৌচাগার এবং নারী কাউন্সিলরদের জন্য কাচঘেরা অফিস। এটি শুধু সেবার স্থান নয়, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, সভা ও পরামর্শের কেন্দ্র হিসেবেও এটি ব্যবহৃত হবে। প্রবৃদ্ধি প্রকল্পের সহযোগিতায় গঠিত এই কর্নার নারীবান্ধব সেবা নিশ্চিত ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।