নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিষধর সাপের কামরে শাকিল নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামের মুসা মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে, বাড়ির পাশে থাকা ঝুপ থেকে বেরিয়ে আসা একটি সাপ তার পায়ে কামড় দেয়। সাপের কামড়ের দাগ দেখে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে কবিরাজ ডাকে। চিকিৎসা করতে পায়ের বাঁধ ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই সারা শরীরে বিষ ছড়িয়ে পড়লে বিষক্রিয়া পড়লে ঢাকা মেডিকেল নিয়ে যায় তার পরিবার। রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।