গতকাল শনিবার গাওসুল আযম বিএনএসবি সেমিনার কক্ষে বিএনএসবি আই হাসপাতাল দিনাজপুরের আয়োজনে এবং আন্ধেরী হিলফি-জার্মানির সহাযোগিতায় প্রাথমিক চক্ষু পরিচর্যা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আতাউর রহমান চৌধুরীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের চেয়ারম্যান ও দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, চক্ষু পরিচর্যার বিষয়ে শিক্ষকরা সচেতন হলে শত শত শিক্ষার্থীদের দৃষ্টি শক্তি সংরক্ষণের মাধ্যমে অন্ধত্বের অভিশাপ থেকে জাতিকে রক্ষা করা সম্ভব। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার মাধ্যমে জাতিকে শিক্ষিত করার দায়িত্ব আপনাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, গাওসুল আযম বিএনএসবি আই হসপিতালের সিনিয়র চিফ কনসানটেন্ড ডা. ইলিয়াস আলী খান, সাংগঠনিক সম্পাদক ডা. জনাব আলী, কোষাধ্যক্ষ সুজা-উর রব চৌধুরী, নিবার্হী সদস্য আফতাব উদ্দিন মন্ডল, সবুর চৌধুরী, সাইদুর রহমান, আবুল কালাম জিয়াউল ইসলাম।