ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

ফুলবাড়িয়ায় কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী

ফুলবাড়িয়ায় কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ‘রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ঘোষণার আলোকে ‘কৃষি কথা’ শীর্ষক এক আঞ্চলিক প্রদর্শনী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। ‘মাটির মানুষ কৃষক, দেশের প্রাণ কৃষক, কৃষকের কথা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনীতে দেশের কৃষিখাত ও কৃষকদের সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেয়া হয়েছে। গত শনিবার (২৮ জুন) বিকাল ৫টায় এই কৃষি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে কৃষক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতারা, কৃষিবিদ এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রদর্শনীর মূল ফোকাস ছিল তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার ২৭তম দফা অবলম্বনে কৃষি বিষয়ক ভাবনাগুলোকে কৃষকদের সামনে তুলে ধরা। আয়োজকদের দাবি, এই দফাগুলো বাংলাদেশের কৃষি খাতের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক মুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রদর্শনীকে ২৭ দফার কৃষিভিত্তিক প্রস্তাবনাগুলোর একটি ব্যবহারিক রূপরেখা হিসেবেও তুলে ধরা হয়েছে, যেখানে কৃষকরা সরাসরি তাদের অভিজ্ঞতা ও চাহিদা তুলে ধরার সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম সরকার বলেন, মাটির মানুষ কৃষক, দেশের প্রাণ কৃষক, কৃষকের কথা’ এই প্রতিপাদ্য কেবল একটি স্লোগান নয়, বরং কৃষকদের অবদানকে স্বীকৃতি জানানো এবং তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার একটি অঙ্গীকার। এই প্রোগ্রামের মাধ্যমে কৃষকরা নিজেদের সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি তুলে ধরতে পারবেন, যা ভবিষ্যতে কৃষি নীতি প্রণয়নে সহায়ক হবে। তিনি আরও বলেন, দুঃখজনকভাবে আমাদের কৃষকরা আজ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন। সার, বীজ, কীটনাশকের মূল্যবৃদ্ধি, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়া এসবই তাদের নিত্যদিনের সংগ্রাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত